ঢাকা (রাত ৩:৫৪) শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

নাগরপুরে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

<script>” title=”<script>


<script>

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ  টাঙ্গাইলের নাগরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত  হয়েছে।১লা জানুয়ারী ২০২০ বুধবার দুপুরে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে নাগরপুর উপজেলা ছাত্রদল ও নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক র‍্যালি বের করে।  র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা ছাত্রদলের  সভাপতি  নজরুল ইসলাম এর সভাপতিত্বে সাধারন সম্পাদক  জিহাদ হোসেন  ডিপটি  এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন  বিষয়ক সম্পাদক ও সাবেক পানি সম্পদ প্রতি মন্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।
প্রধান অতিথি গৌতম চক্রবর্তী বলেন, ছাত্রদল হলো বিএনপি’র ভ্যানগার্ড। দলের আগামীর ভবিষ্যৎ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই।সাবেক মন্ত্রীর এ সব কথায় চারিদিক থেকে স্লোগানে স্লোগানে  প্রকম্পিত হয়ে উঠে আমরা আমাদের মায়ের মুক্তি চাই।
তিনি আরও বলেন, অতীতের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকা চিরস্মরণীয়। পুনরায় ছাত্রদলকে আমরা সেই অবস্থায় দেখতে চাই।
এতে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এমএ সালাম, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম  স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, হাবিবুর রহমান হবি, ইন্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা, উপজেলা বিএনপির মীর আবুল কালাম আজাদ রতন, খন্দকার ওয়াহিদ মুরাদ, উপজেলা যুবদলের আহবায়ক ফনির ভূইয়া, যুগ্ম আহবায়ক দীপন মোল্লা, মিজানুর  রহমান লাভলু, এলিম মাহমুদ নাগরপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা, নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারন সম্পাদক মীর খালিদ মাহবুব  রাসেল, নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সহ ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT