ঢাকা (রাত ৩:৫৪) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

নাগরপুরে অধ্যাপক নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত



টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তিনি উপজেলার সহবতপুর ইউনিয়নের বীর সলিল গ্রামের কৃতিসন্তান। তিনি একাধারে ছিলেন সুনামধন্য শিক্ষক ও ৩ সন্তানের গৌরবান্বিত পিতা।

৭ জানুয়ারী শুক্রবার জুম্মার নামাজের পর বীর সলিল বাসভবনে মিলাদ মাহফিল,দোয়া মাহফিলের আয়োজন করেন তার পরিবার, স্ত্রী ও সন্তানেরা।

সর্বজন শ্রদ্ধেয় এ শিক্ষক গত ১৩ আগস্ট ২০২০ সালে, মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুনামধন্য এ শিক্ষককে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মরহুম আলহাজ্ব নজরুল ইসলাম ছিলেন ধর্মীক, সৎ ও ন্যায়পরায়ন আদর্শ স্বামী, শিক্ষক ও পিতা। নাগরপুর সরকারি কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি সম্পৃক্ত ছিলেন এ প্রতিষ্ঠানের সাথে।

জুম্মার নামাজের পর দেশ ও জাতির জন্য দোয়া কামনা করা হয়। এছাড়াও মরহুম এ শিক্ষকের জীবনকালের স্মৃতিচারণ করে ধার্মীক মরহুম আলহাজ্ব নজরুল ইসলাম ও তার পরিবারের সকলের জন্য মহান আল্লাহ তায়ালা দরবারে বিশেষ দোয়া কামনা করেন উপস্থিত সকলে।

দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা মো. সাইফুল ইসলাম ও মাওলানা মো. রফিকুল ইসলাম।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT