ঢাকা (সকাল ৭:১৫) বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

দাম কমলো চিনি ও পাম তেলের



খোলা ও প্যাকেটজাত চিনি এবং পাম তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পাম তেলের লিটার কেজিতে ১২ টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে পাম অয়েলের দাম ১৪৫ টাকা লিটার ছিল।

এছাড়া খোলা চিনি কেজিতে ছয় টাকা কমিয়ে ৮৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, খোলা বাজারে প্রতি কেজি চিনি ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছিল।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সরকার নির্ধারিত নতুন এ দাম কার্যকর হবে।

এর আগে, সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ৯টি নিত্যপণ্যের দাম ঠিক করে দেওয়া হবে। সেগুলো হলো ভোজ্যতেল, চিনি, রড, সিমেন্ট, চাল, আটা, ময়দা, মসুর ডাল, ডিম। এর মধ্যে দুটি পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT