ঢাকা (রাত ১২:৪০) শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

জেলে-জলডাকাত সংঘর্ষ : ৭ ডাকাত আটক

<script>” title=”<script>


<script>

কামরুজ্জামান শাহীন, ভোলা:  ভোলার তজুমদ্দিন উপজেলার চরজহিরউদ্দিনের মেঘনায় জেলে ও জলডাতাকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসময় জেলেরা জলডাকাত সর্দার শিপন শিকদারকে আটক করে পুলিশের সোর্পদ করেছে। এবং পালিয়ে যাওয়ার সময় রামগতি থানা পুলিশ আরো ৬জনকে আটক করে। বৃহস্পতিবার রাতভর ধরে উপজেলা চরজহিরউদ্দিন এলাকার মেঘনা নদীর পাইলঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আটককৃত ডাকাত হলো- দৌলতখান চরখলিফার সাদেকের ছেলে কালাম(৩২),ফুলকাচিয়ার কাঞ্চন বেপারীর ছেলে খোরশেদ(৩০), বোরহানউদ্দিন হাসাননগরের মঞ্জু পাটওয়ারীর ছেলে জিসান(২৮), হাতিয়ার জাহাজমারার তজল কাবরাজের ছেলে আশ্রাফ বেলাল(৩৫), লোয়াখালীর চরজব্বারের আলী হোসেনের ছেলে মাহফুজ(৪৫) ও কমলনগর চরমাজিদার আঃ জলিলের ছেলে কামাল মাঝী(৪৫)। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার রাতে উপজেলা চরজহিরউদ্দিনের মেঘনা নদীর পাইলঘাট এলাকায় জেলে ট্রলারে একদল জলডাকাত হামলা চালায়। জেলেরা এসময় ডাকাতদের ঘেরাও করে। এতে জেলে-ডাকাতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জেলেরা এ সময় ডাকাত সর্দার শিপন শিকদারকে আটক করে মারধর করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাত সর্দার কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জেলেদের ধাওয়া গেয়ে বাকি ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় রামগতি থানা পুলিশের হাতে আরো ৬ডাকাত আটক হয়। তিনি আরো জানান,ডাকাত শিপন শিকদার একাধিক মামলার ওয়ারেন্টের আসামী। সে প্রায় ৭ বছর জেল খেটে জামিনে এসে পলাতক রয়েছে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT