ঢাকা (দুপুর ১২:৩৪) শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক

<script>” title=”<script>


<script>

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচর টোলঘর এলাকায় অভিযান পরিচালনা করে
আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
অভিযানে এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত আসামী জেলার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম
এলাকার মো. তরিকুল ইসলামের ছেলে মো. সিহাব (২৮)।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন বৃহস্পতিবার
সকালে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি চৌকষ দল
এসআই উৎপল কুমারের নেতৃত্বে বুধবার রাত ১০ টায় পৌর এলাকার ১৩ নং ওয়ার্ড
রেহাইচর সংলগ্ন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ঘরের
নিকট অভিযান পরিচালনা করে।

এ সময় রাত সাড়ে ১০ টার দিকে এক যুবক পৌর এলাকার বারোঘরিয়া থেকে সেতু
পেরিয়ে সদরের দিকে আসছিলো। এ সময় তার চলাচল সন্দেহজনক মনে হলে পুলিশ
সদস্যরা তাকে তল্লাশির নিমিত্তে থামতে বলে। কিন্তু সে পালানোর চেষ্টা
করলে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে এবং তার হাতে থাকা একটি ব্যাগ
তল্লাশি করে ২৬ হাজার ৪ শত টাকা মূল্যের মোট ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল
উদ্ধার করতে সক্ষম হয়।

এ সময় অভিযানে এসআই মাসুম, পুলিশ সদস্য নাহার ও আপেল মাহমুদ অংশগ্রহণ
করেন। এ বিষয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT