ঢাকা (সন্ধ্যা ৭:৪৪) বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

গৌরীপুরে ক্ষমতায়ন প্রজেক্টের মাঠ দিবস অনুষ্ঠিত



ময়মনসিংহের গৌরীপুরে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আমন ধানের বীজ উৎপাদনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টায় মধ্যে উপজেলার ভাংনামারী ও ডৌহাখলা ইউনিয়নের ৬টি ভেন্যুতে এসব মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

আরডিএস, গণ উন্নয়ন কেন্দ্র ও সুশীলনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি।

ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী, নতুন বাজার ও নয়াপাড়া এবং ডৌহাখলা ইউনিয়নের সিংজানী, বাশাটি ও মধ্য ঘোড়ামারা প্রামে প্রকল্পের সদস্যদের আমন ধানের বীজ উৎপাদনের বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

সিংজানী গ্রাম প্রকল্পের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কার্যালয়ের ডা. নাজনীন সুলতানা, ডৌহাখলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফয়েজ উদ্দিন, প্রাণী সম্পদ কার্যালয়ের বিএস নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ডৌহাখলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ চৌধুরী, সংগঠনের সদস্য মোঃ আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT