ঢাকা (সন্ধ্যা ৭:৩৬) শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং

গণঅভ্যূত্থানে শহীদ হারুনকে গৌরীপুরে স্মরণ

গণঅভ্যূত্থানে শহীদ হারুনকে গৌরীপুরে স্মরণ

<script>” title=”<script>


<script>

১৯৬৯ সালের ২৭ জানুয়ারী গণঅভ্যুত্থানে নিহত তৎকালীন গৌরীপুর মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল হক হারুনকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। দিনটি স্মরণে হারুন স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ছাত্র ইউনিয়ন পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে। কর্মসূচীগুলো হলো প্রভাতফেরী, শহীদ হারুন বেদীতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা।
সকাল ৭ টায় হারুন স্মৃতি সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যৌথ উদ্যেগে পৌর শহরের প্রধান প্রধান সড়কে প্রভাতফেরী করা হয়।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুপুরে হারুন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতি ও সদস্য আঃ মুন্নাফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
অন্যান্যদের বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মোহাম্মদ আজাদ, হারুনের সহকর্মী সাবেক ছাত্রনেতা কাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল প্রমুখ।
বক্তারা শহীদ হারুনের নামে গড়ে তোলা হারুন পার্কের নামে জমি বরাদ্দ, কলেজে হলরুমের নামকরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT