ঢাকা (সকাল ৬:০০) শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

খানসামায় কচি পাটক্ষেত নষ্ট

<script>” title=”<script>


<script>

খানসামা (প্রতিনিধি) দিনাজপুরঃ দিনাজপুরের খানসামায় কে বা কাহারা কচি পাট ক্ষেতের ক্ষতি করে। গোটা বিশ্ব যখন করোনার থাবায় জর্জরিত, ঠিক তখনি কে বা কাহারা কচি পাট ক্ষেতের ভেতরে ঢুকে পাটের কচি চারা গুলো ভেঙ্গে ফেলে। পাট ক্ষেতের মালিক প্রাক্তন মেম্বার ভাদু বর্মনের মেয়ে বিপ্লবী রায় জানান, পাটক্ষেত নিড়ানি দেয়ার জন্য দুজন দিনমজুর কাজ করে। তারা জানায় পাটক্ষেতের ভেতরে প্রায় পনের-বিশ হাত লম্বায় কচি পাট চারা ভেঙ্গে রাস্তা তেরি করেছে। পরে আমি গিয়ে দেখি পাটগাছগুলোকে ভেঙ্গে ফেলা হয়েছে। এই ক্ষতি বিবাদমূলক, সম্পূর্ণ শত্রুতামূলক। পাট ক্ষেতে কর্মরত মজুর পুলিন এবং রনজিৎ ভাষ্যমতে এটা বাচ্চাদের কাজ হতে পারে না। গরু-ছাগল হলেও পাট গাছের আগা খাওয়া হতো। কচি পাটগাছগুলো ইচ্ছে করেই কেউ ভেঙ্গেছে। অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করলে বিপ্লবী রানী জানান, এ বিষয়ে চেয়ারম্যান কিংবা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কোন অভিযোগ দেয়া হয়নি। তবে কেউ এরকম হীনকর, ক্ষতিকর কাজ পুনরায় করা হলে অভিযোগ দেয়া ছাড়া উপায় থাকবে না।
শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT