ঢাকা (সন্ধ্যা ৭:২৬) শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং

উলিপুরে করোনাভাইরাস প্রতিরোধে রাস্তায় ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে

<script>” title=”<script>


<script>

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের উলিপুরে করোনাভাইরাস প্রতিরোধে রাস্তায় রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।বৃহস্পতিবার(২৬ মার্চ) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরশহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহ,সহ-প্রচার সম্পাদক শাহীনুর আলমগীর,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন,উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ থেকে জীবাণুনাশক স্প্রে শুরু করা হয়েছে।সবাইকে সচেতন ও পরিস্কার পরিছন্নতা থাকার আহবান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT