ঢাকা (দুপুর ২:৪৬) শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

আপনার ফেসবুক সুরক্ষিত আছে তো ? জেনে নিন এই উপায়ে

<script>” title=”<script>


<script>

ফেসবুক প্রোফাইল সুরক্ষিত থাকছে না অনেকেরই ৷ বিভিন্ন সময় অ্যাকাউন্ট ‘হ্যাক’ হওয়ার ঘটনা ঘটছে ৷ তবে একটু সতর্ক থাকলেই খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইলকে রাখতে পারেন সুরক্ষিত ৷ কীভাবে ? নিচে লেখা উপায় গুলোকে মেনে চলুন ৷

১) এমন কোনও অ্যাপ, যা আপনার কাছে পরিচিত নয় ৷ সেই অ্যাপগুলো ডিলিট করুন আপনার ফেসবুক প্রোফাইল থেকে ৷

২) ফেসবুকে আসা কোনওরকম গেম, যা কিনা একেবারেই ফেসবুকের নিজস্ব নয়, তা একেবারেই খেলা থেকে নিজেকে দূরে রাখুন ৷ অজানা কোনও লিঙ্কে ক্লিক করবেন না !

৩) ফেসবুকে আপনার কোনও বন্ধুর সঙ্গে কোনও অ্যাপ শেয়ার করে থাকলে, আজই তা ডিলিট করুন ৷ এর জন্য আপনাকে ক্লিক করতে হবে ফেসবুকের সেটিংস বটনে ৷ তারপর অ্যাপ আদার ইউজ-এ গিয়ে ডিলিট করুন ৷

৪) একদমই চেনেন না, এরকম কোনও ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না ৷

৫) ফেসবুকের প্রত্যেকটি অপশনকে প্রাইভেট করে ফেলুন ৷

৬) ফেসবুক ডেটা ডাউনলোড করুন। এ জন্য যে কোনও ফেসবুক পেজের ডানদিকে একদম ওপরে গিয়ে সেটিংস সিলেক্ট করুন। জেনারেল অ্যাকাউন্ট সেটিংসের নিচে রয়েছে ‘ডাউনলোড আ কপি অফ ইওর ফেসবুক ডেটা’। তাতে ক্লিক করুন। এবার ক্লিক করুন ‘স্টার্ট মাই আর্কাইভ’-S।

৭) কোনও ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে ভাল করে তাঁর প্রোফাইল ঘেঁটে দেখে নিন ৷ খুব কম ছবি বা খুব কম ডিটেলস থাকলে সেই প্রোফাইলকে এড়িয়ে চলাই ভাল ৷ পাশাপাশি প্রোফাইল পিকচার অন্য কারোর কী না, তা যাচাই করাও খুব একটা কঠিন কাজ নয় ৷ প্রোফাইলের বাকী ছবিগুলি একবার দেখলেই তা বোঝা সম্ভব ৷ এর পাশাপাশি প্রোফাইলটি খুব নতুন হলেও সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে দু’বার ভাবুন ৷

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT