ঢাকা (রাত ৯:৫৪) বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

আগামী তিন মাস বেসরকারী খাতের সকল শ্রমিকদের দুপুরের কাজ নিষিদ্ধ করলো সৌদি!

<script>” title=”<script>


<script>

আমির ইসলাম সুমন, সৌদি আরব প্রতিনিধিঃ  আসছে ১৫ জুন ২০২০ তারিখ থেকে এই নিষেধাজ্ঞা জারি হতে যাচ্ছে যা বলবৎ থাকবে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত। এই সময়কালে বেসরকারী খাতে কোন শ্রমিক দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কাজ করতে পারবেন না। কোন কোম্পানি কাজ করাতে সেই কোম্পানির বিরুদ্ধে জরিমানা আদায় সহ যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সৌদি আরবে এই তিন মাস সূর্যের তাপ থাকে অত্যাধিক। কাজেই এই সময় কেউ যদি তীব্র রোদের মধ্যে ভরদুপুর বেলা কাজ করে তাঁর ব্যাপক স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা থাকে। কাজেই বেসরকারী খাতে শ্রমিকদের একটি স্বাস্থ্যকর ও নিরাপদ কাজের পরিবেশ প্রদান করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়।তবে কোন শ্রমিক যদি নিজের ইচ্ছায় এই সময় কাজ করতে চায় তাহলে তা একান্তই নিজ সিদ্ধান্তে করতে পারে। এর দায় দায়িত্ব পুরোপুরি তাঁর উপর বর্তাবে। যদি কোন বেসরকারী কোম্পানির বিরুদ্ধে জোর করে শ্রমিকদের এই সময় কাজ করানোর অভিযোগ পাওয়া যায় তবে অভিযোগ প্রমাণিত হওয়া সাপেক্ষে সেই কোম্পানিকে জরিমানা করা হবে।
তবে তেল ও গ্যাস ক্ষেত্র ও জরুরী রক্ষণাবেক্ষণকাজে যে সকল শ্রমিক কাজ করে তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। অর্থাৎ এটি তাদের জন্য প্রযোজ্য হবে না।
সৌদি আরবের সকল অঞ্চলে তাপমাত্রা সমানভাবে বৃদ্ধি পায় না। যে সকল অঞ্চলে তাপমাত্রা খুব একটা বাড়ে না সেখানেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এই আইন সকল অঞ্চলের জলবায়ু ও তাপমাত্রা বৃদ্ধির উপর নির্ভর করে।
তথ্যসূত্রঃ মানবসম্পদ মন্ত্রণালয়।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT